নভেম্বর ১৫, ২০২৪ ১২:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল গাইনি বিভাগ থেকে দুই চোর গ্রেপ্তার

  • চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ছয় তলায় অভিযান চালিয়ে চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ আগস্ট) ভোরে চমেক হাসপাতালের ৬ তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হল- জোরারগঞ্জ থানার মহাজন হাটের বেলায়েত হোসেনের ছেলে মেহেদী হাসান প্রকাশ তুহিন (৩২) ও ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার বড় বাড়ির মো. শওকতের ছেলে মো. সৌরভ (২৮)।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক চট্টলার কণ্ঠকে বলেন, হাসপাতালে অনেক মানুষ চিকিৎসা নিতে আসেন। চিকিৎসা নিতে আসা অনেক অসহায় মানুষ এখানে দালালদের খপ্পরে পড়েন। দালালরা আবার তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে মোবাইল চুরি করে। গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালের ৬ তলায় অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতি প্রস্তুতি, চুরিসহ একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক