সেপ্টেম্বর ৭, ২০২৪ ৫:০৪ অপরাহ্ণ

চমেক হতে আরেকজন মহিলা দালাল আটক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে একের পর এক নারী দালাল গ্রেপ্তার হচ্ছে। তারই ধারাবাহিকতায় শনিবার (২ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের ওষুধের দোকানের সামনে থেকে রুমা আক্তার (৩৫) নামের এক নারী দালালকে আটক করেছে পুলিশ।

গ্রেপ্তার রুমা আক্তার রাঙ্গুনিয়ার কবির মেম্বারের বাড়ির মৃত জসিম উদ্দিনের মেয়ে। তবে তিনি নগরের চান্দগাঁয়ের রাস্তার মাথা এলাকার পেশকার কলোনির বাসিন্দা।

nagad

বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘চমেক হাসপাতালের নিচ তলায় ন্যায্যমূল্যের ওষুধের দোকানের সামনে থেকে ওই নারী দালালকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সাপেক্ষে আদালতে পাঠানো হয়েছে।’

এর আগে, গত সপ্তাহে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে আরও তিনজন দালালকে গ্রেপ্তার করেছে চমেক পুলিশ ফাঁড়ি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক