সেপ্টেম্বর ১০, ২০২৪ ৫:৪৪ অপরাহ্ণ

মীরসরায়তে ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

মোশাররফ হোসেন।

মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার মিঠাছরা ধান বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার আগে সব পুড়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হলো- আনোয়ার হোসেনের মুদি দোকান, রফিকুল ইসলামের ডেকোরেটারের দোকান, খোকনের দুটি দোকান, সাইফুল ইসলামের লাইটিংয়ের দোকান, ফার্নিচারের গোড়াউনসহ ৮টি প্রতিষ্ঠান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাইফুল বলেন, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে করিমের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুনের লেলিহান শিখায় মহুর্তে ৮টি দোকানের সব মালামাল পুড়ে মাটিতে মিশে গেছে। আমরা একেবারে পথে বসে গেছি।

ক্ষতিগ্রস্ত আরেক ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে আমার দোকানের প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। এর মধ্যে ১২ লক্ষ বিভিন্ন ব্যাংক থেকে লোন নেওয়া। এখন কিভাবে কি করবো বুঝতে পারছিনা।

মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশন এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি জানান, মিঠাছরা বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

এতে বাজারের অনেক দোকান রক্ষা পেয়েছে। অন্যথায় আরও বেশী ক্ষয়ক্ষতি হতে পারতো। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধিন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক