ডিসেম্বর ৪, ২০২৪ ৯:২৩ পূর্বাহ্ণ

দুর্ভিক্ষ দূর করতে পেরেছি : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের কোনো আমলেই দেশের কোথাও ‘মঙ্গা দেখা দেয়নি’ মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার দেশকে দুর্ভিক্ষের হাত থেকে ‘মুক্ত করতে পেরেছে’। গতকাল রোববার বিকালে জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শোক প্রস্তাবের উপর আলোচনায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশের যে অঞ্চলগুলো মঙ্গাপীড়িত ছিল, গাইবান্ধা তার মধ্যে একটি। কিন্তু আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে- আমরা যখন ১৯৯৬ থেকে ২০০১ ক্ষমতায় ছিলাম, তখনও সেখানে মঙ্গা হয়নি। আমরা মঙ্গা দূর করতে সক্ষম হয়েছিলাম। এরপর ২০০৯ থেকে এই পর্যন্ত কখনও মঙ্গা দেখা দেয়নি। দুর্ভিক্ষের হাত থেকে আমরা মানুষকে মুক্ত করতে পেরেছি। ওই এলাকার উন্নয়নে যথেষ্ট কাজ আমরা করেছি। নদী ভাঙন রোধে ব্যাপক পদক্ষেপও আমরা নিচ্ছি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছি। তবে সেখানে আরও উন্নয়ন দরকার।’ খবর বিডিনিউজের।
মানুষের আস্থা, বিশ্বাস অর্জন করা যেকোনো রাজনৈতিক নেতার জন্য খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া তা অর্জন করতে পেরেছিলেন। এই শোকের মাসে আমাদের জন্য আরেকটি শোক আমাদের মাননীয় ডেপুটি স্পিকার- যিনি সাত সাতবার এই পার্লামেন্টে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন পদেও তিনি ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক