ডিসেম্বর ৩, ২০২৪ ৫:১৬ অপরাহ্ণ

চমেক হাসপাতালেই হঠাৎ ডাক্তারের মৃত্যু

চট্টগ্রাম মেডিকেলের ২৬ নম্বর অর্থোপেডিক ওয়ার্ডের রেজিস্ট্রার ডা. সাইফুদ্দীন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে চমেকের ১২ নম্বর হৃদরোগ বিভাগে তিনি মারা যান। এর আগে নিজ ওয়ার্ডে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন তিনি।

জানা গেছে, দুপুরের দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার সাথে সাথেই তাকে চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর আগে কার্ডিয়াক অ্যারস্টে মৃত্যুবরণ করেন ডা. সাইফুদ্দিন আহমেদ।

চল্লিশ বছর বয়সী ডা. সাইফ উদ্দিন আহমেদ দুই কন্যা সন্তানের জনক। ছাত্রজীবনে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। বাদ মাগরিব চমেক কেন্দ্রীয় মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. শামীম হোসেন।

এদিকে সাইফুদ্দিন আহমেদের এমন মৃত্যুতে হঠাৎ শোকের ছায়া নেমে আসে চমেক হাসপাতালে। বিভিন্ন ওয়ার্ডের চিকিৎসকরা এসে ভিড় জমাতে থাকেন ১২ নম্বর হৃদরোগ বিভাগে।

বিএমএর সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল সিভয়েসকে বলেন, সাইফুদ্দিন আহমেদ আমাদের বিএমএর সেন্ট্রাল কাউন্সিলর, সে চমেকের ৪৪ নম্বর ব্যাচের ছাত্র। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক