নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন উপ-কমিশনার (ডিসি) পদে রদবদল করা হয়েছে। গতকাল বুধবার সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল করা হয়। রদবললে দক্ষিণ ও পশ্চিম বিভাগের ডিসিকে যথাক্রমে পশ্চিম ও সদরে এবং দক্ষিণ বিভাগে মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে পদায়ন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) অতিরিক্ত দায়িত্বে (গণমাধ্যম) আরাফাতুল ইসলাম।
আদেশে বলা হয়, সিএমপির দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ জসীম উদ্দীনকে পশ্চিম বিভাগে পদায়ন করে পশ্চিম বিভাগের ডিসি মো. আব্দুল ওয়ারীশকে ডিসি সদর হিসেবে পদায়ন করা হয়েছে। ডিসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।