ইমরান নাজির।
চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেয়ামত উল্যাহকে বদলি করা হয়েছে। পুলিশ হেডকোয়াটার্সের এক আদেশে খুলশী থানা থেকে তাকে সরিয়ে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) পুলিশ হেডকোয়াটার্সের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মুহাম্মদ কামরুল আহসানের সাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে ‘প্রশাসনিক কারণে’ এ বদলির আদেশ জানিয়ে ‘অবিলম্বে’ এ আদেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে। একই প্রজ্ঞাপনে আরো পরিদর্শক পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ হেডকোয়াটার্সের এক আদেশে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদলি হয়েছেন।