সেপ্টেম্বর ১০, ২০২৪ ৪:২৭ অপরাহ্ণ

আওয়ামী সরকার পতনের পর শুকরিয়া জানিয়ে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম

আন্দোলনকারী ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান সংবাদমাধ্যমে এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ‘ইসলামবিদ্বেষী ও গণহত্যাকারী স্বৈরাচার’ হাসিনা সরকারের পতনে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং সমগ্র বিপ্লবী ছাত্র-জনতাকে আমারা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছিষ। স্মরণ করছি এই মুক্তিসংগ্রামের শহীদদের, যাদের আত্মত্যাগ কবুল করে আল্লাহ আমাদের অভূতপূর্ব বিজয় দান করেছেন। সকল প্রশংসা আল্লাহর। এখন ফ্যাসিবাদবিরোধী ছাত্র-নেতৃত্ব, আলেম-ওলামা ও জনগণের আস্থাভাজন রাজনীতিবিদদেরকে দূরদর্শী কৌশল ও কর্মপরিকল্পনাসহ এই গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। কোনো আত্মঘাতী ফাঁদে পা দেয়া যাবে না। আন্দোলনকারী ছাত্রনেতৃত্বকে সতর্ক থাকতে হবে যাতে এই বিজয় কোনো দুষ্টচক্রের দ্বারা বেহাত না হয়ে যায়।

তারা আরো বলেন, আমাদের কাজ এখনো শেষ হয়নি। এই বিজয়কে আমাদের কাক্সিক্ষত লক্ষ্যে নিয়ে যেতে হবে। এমন একটি ন্যায়ভিত্তিক সংবিধান ও সরকারব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে করে বাংলাদেশের মাটিতে আর কখনো কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারের জন্ম না হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক