ইমরান নাজির।
বিপর্যস্ত বাংলাদেশকে সারিয়ে আবারো বিশ্বমঞ্চে তুলে ধরার অঙ্গীকার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়করা। বুধবার (৭ আগস্ট) চট্টগ্রামে ফিরলে নগরের নিউমার্কেট চত্বরে তাদের সংবর্ধনা দেওয়া হয়। সমন্বয়করা সেখানে সহিংসতা প্রতিহত করে রাষ্ট্রীয় সম্পদ, ধর্মীয় উপাসনালয় রক্ষার আহ্বান জানান।
চট্টগ্রামের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদকে বলেন, ‘যারা বাংলাদেশকে সাম্প্রদায়িক হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমরা তীব্রভাবে তাদের প্রতিহত করবো। বাংলাদেশ বর্তমানে খুবই বিপর্যস্ত অবস্থায় আছে। আমরা আহ্বান করছি, যে যার জায়গা থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদসহ সকল উপাসনালয়কে রক্ষা করেন। আমরা কোনো ধরনের সহিংসতা চাই না।’
তিনি আরো বলেন, ‘রেমিট্যান্স যোদ্ধাদের বলতে চাই, আপনারা এখন থেকে ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠাবেন। বাংলাদেশের যে শোচনীয় অবস্থা সরকার করে গেছে, আমরা খুব শীঘ্রই বাংলাদেশকে বিশ্বের মঞ্চে তুলে ধরবো। আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই, যার মাধ্যমে আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবো। এমন একটি চিকিৎসা ব্যবস্থা চাই,যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সারা বাংলাদেশের গরীব-মেহেনতিসহ সর্বস্তরের মানুষ নিশ্চিন্তে চিকিৎসা গ্রহণ করতে পারবে। আমরা এমন একটি প্রশাসনিক ব্যবস্থা চাই, যার মাধ্যমে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারবো। একটি কথা জানিয়ে দিতে চাই, বাংলাদেশকে যতদিন পর্যন্ত বিশ্বকাতারে নিয়ে যেতে পারছে না, ততদিন পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজপথ ছাড়ছে না।’
সমন্বয়ক জোবায়ের বলেন, ‘আজকে আমরা যে স্বৈরাচার পতন করেছি, এর সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে এ দেশের আপামর ছাত্র জনতার। এ দেশের ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা আবার স্বাধীন বাংলা পেয়েছি। তাই কারো সুযোগ নাই, আন্দোলনের একক ক্রেডিট নেওয়ার। কেউ বিচলিত হবেন না। আমাদের অনেক দূরের পথ যাওয়া বাকি। যারা সহিংসতা করছে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা সহিংসতা করছে তাদের চ্যালেঞ্জ করবেন, তাদের প্রতিহত করবেন। এদেশে কোনো হানাহানি হতে দেওয়া যাবে না।’