প্রতিবছরই কলেজ বিশ্ববিদ্যালয় থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থী তাদের পড়াশোনার সম্পন্ন করে বের হচ্ছেন। কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করার পর বেকারত্বের ঘানি মুছতে কিংবা সংসারের হাল ধরতে এখনো ব্যবসার চেয়ে চাকুরী কে বেশি প্রাধান্য দিচ্ছেন তরুণ প্রজন্ম। তাই আজকের আর্টিকেলে আমি কথা বলব চাকরি খোঁজার দেশে সেরা ১০টি ওয়েবসাইট নিয়ে। যেগুলো থেকে আপনি সহজেই আপনার পছন্দের চাকরিটি খুঁজে বের করে নিতে পারবেন।
চাকরি খোঁজার ওয়েবসাইট
বিডিজবস ডট কম (bdjobs.com)
কর্ম (kormobd.com)
চাকরি ডট কম (chakri.com)
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ওয়েবসাইট (bpsc.gov.bd)
গ্লাসডোর ডট কম (glassdoor.com)
স্কিলস ডট জবস (skills.jobs)
বিডি জবস টুডে ডট কম (bdjobstoday.com)
লিংকডইন ডট কম (Linkedin.com)
রুটিরুজি ডট কম (rutiruji.com)
জবস সার্কুলার ডট কম