সেপ্টেম্বর ৭, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ

মো আসাদুজ্জামান বাংলাদেশের নতুন এটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে এই পদে নিয়োগ দিয়েছেন। এ বিষয়ে আজ বৃহস্পতিবার আদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

আদেশে বলা হয়, সংবিধানের ৬৪ (১) অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করলেন।

দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন মো. আসাদুজ্জামান। তিনি এ এম আমিন উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি গতকাল বিএনপির ওই পদ থেকে পদত্যাগ করেছেন বলে আজ প্রথম আলোকে জানিয়েছেন।

জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান জানান, তিনি আজই অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব নেবেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক