সেপ্টেম্বর ৭, ২০২৪ ৫:০০ অপরাহ্ণ

প্রধান বিচারপতির পদত্যাগ।

নিউজ ডেস্ক।

অনেক আলোচনার সমালোচনার পর পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
শনিবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে আইন মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে প্রধান বিচারপতি বলেন, ‘আইন উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কিছু ফর্মালিটিজ রয়েছে। এগুলো শেষ করে পদত্যাগ করবো।’

আজ সকাল থেকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপিপন্থী ও সাধারণ আইনজীবীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা দেখেছি শত শত শহীদের রক্তে কেনা স্বাধীনতাকে বানচাল করার জন্য অপশক্তি, পরাজিত শক্তি চেষ্টা করছে। আমরা তাদের প্রতিহত করবো, প্রতিরোধ করবো।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক