আহমেদ নুর।
বন্দর নগরী চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচ থেকে ডুবন্ত একটি জাহাজ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) বিকেলে আনোয়ারা অংশে নদী ড্রেজিংয়ের সময় জাহাজটি উদ্ধার করা হয়। তবে জাহাজটি কবেকার তা জানা যায়নি।
হীরামন স্যালভেজ লিমিটেড নামে এক প্রতিষ্ঠান জাহাজটি উদ্ধার করে। জাহাজটি উদ্ধারের ফলে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল নিরাপদসহ ড্রেজিং খরচ কমবে বলে মনে করছে শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন।
জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, ‘কর্ণফুলী নদীর তলদেশ থেকে মাটিতে চাপা পড়া একটি জাহাজ উদ্ধার করা হয়েছে। ওখানে ড্রেজিংয়ের কাজে নিয়োজিত একটি প্রতিষ্ঠান এ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। তবে এটি প্রধান চ্যানেলে না। নদীর অপর প্রান্ত (আনোয়ারা অংশ) থেকে এটি উদ্ধার হয়েছে