ইমরান নাজির।
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ফয়’স লেক এলাকা থেকে নজরুল বিন আমিন নামের যুবলীগের এক নেতাকে আটক করেছে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম চট্টগ্রামের কন্ঠকে বলেন, ফয়’স লেক এলাকা থেকে বিক্ষুব্ধ জনতা এক যুবলীগ নেতাকে আটক করে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে নিয়ে আসি। সে আকবর শাহ ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।