সেপ্টেম্বর ৭, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ

চমেকে ‘স্বৈরাচার সমর্থক’ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে দিনভর বিক্ষোভ

ইমরান নাজির।

ছাত্র-জনতার আন্দোলনে ‘বিপক্ষে’ অবস্থান নেওয়ার অভিযোগ তুলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) অধ্যক্ষের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন তারা। এ সময় দাবি আদায় না হলে ক্লাস বর্জন ও লাগাতার কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) সকাল থেকে অধ্যক্ষ সাহেনা আক্তারের অফিস কক্ষের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, গত ৩ আগস্ট ‘চট্টগ্রামের শান্তিকামী চিকিৎসক সমাজ’ এর ব্যানারে ‘ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে জামায়াত–শিবির ও বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও সুপরিকল্পিত হত্যাকাণ্ডের’ অভিযোগ তুলে শান্তি সমাবেশ করা হয়েছিল। সেই সমাবেশে অংশ নিয়েছিলেন কলেজের অধ্যক্ষ সাহেনা আক্তার। পাশাপাশি তিনি কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া কলেজের শিক্ষার্থীদের হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।

বক্তব্য নেওয়ার জন্য এ ব্যাপারে জানতে অধ্যক্ষ সাহেনা আক্তারের সঙ্গে ফোনে যোগাযোগ করেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক