সেপ্টেম্বর ৭, ২০২৪ ৬:০২ অপরাহ্ণ

সাতকানিয়াতে আওয়ামীলীগ নেতার চোখ তুলে নিল দুর্বৃত্তরা

শাহাদাত হোসেন।

চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের আঁধারে হামলা চালিয়ে এক আওয়ামী লীগ নেতার চোখ উপড়ে নিয়েছে দুর্বৃত্তরা। তাদের পিটুনিতে ভেঙে গেছে হাত পা। মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাজালিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আওয়ামী লীগ নেতা হলেন জেয়াবুল হোসেন ওরফে লেডু (৫১)। জেয়াবুল হোসেন লেডু উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত ছাবের আহমদের ছেলে। বর্তমানে তিনি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে একদল দুর্বৃত্ত আওয়ামী লীগ নেতা জেয়াবুল হোসেন লেডুকে উপজেলার বাজালিয়া বাসস্টেশন থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে তুলে নিয়ে যায়। এরপর বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে নিয়ে তার উপর অমানবিক নির্যাতন চালিয়ে তার দুই চোখ উপড়ে ফেলে। এ ছাড়া তাকে বেধড়ক পিটিয়ে তার দুই পা ও দুই হাত ভেঙ্গে দেয়া হয়। পরে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে দুই হাত বেঁধে মুমূর্ষু অবস্থায় রেখে দুর্বৃত্তরা চলে যায় । পরবর্তীতে সাতকানিয়া থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল টিম তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাছির উদ্দীন টিপু বলেন, ‘এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে তাকে (জেয়াবুল হোসেন) বাজালিয়া বাস ষ্টেশন থেকে তুলে এনে বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের নির্জন জায়গায় নিয়ে তার উপর নির্মম নির্যাতন চালিয়েছে। ওই সন্ত্রাসীরা তার দুচোখ নষ্ট করে দিয়েছে। এ ছাড়াও তাঁর হাত-পা ভেঙে দেয়া হয়েছে। সঠিক সময়ে পুলিশ ও সেনাবাহিনীর টহল টিম ঘটনাস্থলে উপস্থিত না হলে সন্ত্রাসীরা তাকে হত্যা করতো।’

এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রামের কন্ঠকে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘রাতে খবর পেয়ে সেনাবাহিনীর টহল টিমের সাথে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়ে তাকে উদ্ধার করা হয়। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি । অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক