গেল সপ্তাহে চট্টলার কন্ঠে সংবাদ প্রকাশিত হওয়ার পর দেশের অন্যতম মিঠা পানির কার্প জাতীয় মা-মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ চট্টগ্রামের হালদা থেকে ২ হাজার ৫শ মিটার সুতার জাল জব্দ করেছে নৌ-পুলিশ সদস্যরা। গতকাল শনিবার বেলা ১১টার থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হালদা নদীর কচুখাইন ও নদীর মোহনা এলাকায় হাটহাজারীর উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাশ মুন্সির হাটস্থ হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের ইনর্চাজ (এসআই) এনামুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে পাতানো অবস্থায় এসব অবৈধ জাল জব্দ করে।
এ ব্যাপারে সদ্য যোগদানকৃত নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন এই প্রতিবেদককে জানান, হালদা নদীর কচুখাইন ও হালদা নদীর মোহনা থেকে অবৈধভাবে পাতানো অবস্থায় ২ হাজার ৫শ মিটার সুতার জাল উদ্ধার করা হয়। হালদা নদীর জীববৈচিত্র্য সুরক্ষায় নৌ-পুলিশের তৎপরতা তথা এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আফতাব উদ্দিন, চট্টলার কণ্ঠ।