বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম আসা নিয়ে মুখ খুলতে চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মামলার নাম আসার পর স্বাভাবিকভাবেই সাকিবের জাতীয় দলের হয়ে খেলা নিয়ে প্রশ্ন উঠছে। এ ব্যাপারে বিসিবির সভাপতি ফারুক আহমেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীকেও ফোনে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, বোর্ড আগে বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করবে। তারপর এ ব্যাপারে যা বলার বলবে।