মোহাম্মদ কাইয়ুম।
রাঙামাটির কাপ্তাইয়ে ছয় বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মানিক (২৮) নামে এক স্থানীয় যুবকের বিরুদ্ধে। শুক্রবার (৩০ আগস্ট) বেলা দুইটায় দিকে কাপ্তাই কার্গো এলাকার নিচে এ যৌন নির্যাতন চালায় বলে শিশুটির পরিবার জানায়। এরপর থেকে পলাতক রয়েছে ওই যুবক।
অভিযুক্ত যুবক মানিক উপজেলার কাপ্তাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভিকটিমের মা জানান, শুক্রবার বেলা দুইটায় দিকে অভিযুক্ত মানিক তার ৬ বছরের কন্যাশিশুকে কাপ্তাই কার্গো এলাকার নিচে জোরপূর্বক গলা চেপে ধরে ধর্ষণ করে। পরে তার শিশু কন্যা ব্যথায় কান্নাকাটি করলে তিনি ঘটনাটি জানেন। ইতিমধ্যে ওই শিশুকন্যাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং থানায় মামলা করবে বলে তিনি জানান।
কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, ধর্ষণে অভিযোগে অভিযুক্তকে প্রশাসনসহ আমরা খুঁজছি। অভিযুক্তের ভাই ও বাবা আমাদের কাছে আছে। মেয়েটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুইলা অং মারমা জানান, ৬ বছরের এক কন্যাশিশুকে হাসপাতালে নিয়ে আনা হয়েছিল। তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, ঘটনাস্থলে থানার ওসি তদন্ত ও পুলিশ সদস্যরা যাচ্ছেন। এ বিষয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।