সেপ্টেম্বর ৭, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ

ভেঙ্গে গেল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কমিটি

হঠাত ভেঙে গেল দক্ষিণ জেলা বিএনপির কমিটি।

দেশের আলোচিত শিল্পগোষ্ঠী এস আলমের বিলাসবহুল গাড়িকাণ্ডে ভেঙে দেওয়া হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। রবিবার (১ সেপ্টেম্বর) গাড়িকাণ্ডে অভিযোগের জবাব দিতে কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও কর্ণফুলী বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া ঢাকায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ে যান। তাদের জবাবে অসন্তুষ্ট হয়ে কেন্দ্র থেকে ভেঙে দেওয়া হয়েছে মেয়াদোত্তীর্ণ এ আহ্বায়ক কমিটি।

রবিবার (১ সেপ্টেম্বরে) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ দলের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তী কমিটি ঘোষিত না হওয়া পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।

গাড়িকাণ্ডে অভিযুক্ত দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ঢাকায় থাকার বিষয়টি রবিবার (১ সেপ্টেম্বর) নিশ্চিত করেছেন। কমিটি বিলুপ্তের পর তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলেও সাড়া পাওয়া যায়নি। কমিটির আহ্বায়ক আবু সুফিয়ানও মুঠোফোনে সাড়া দেননি।

রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিভয়েস২৪’কে এনাম বলেন, ‘যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে বা অভিযোগ এসেছে; সেটি আমরা গতকাল (শনিবার) সংবাদ সম্মেলনে ক্লিয়ার করেছি। তবে কেন্দ্র থেকে যখন কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাই আমরা সেটিকে প্রাধান্য দিয়ে যথাসময়েই জবাব দিব। তাই আমরা এখন ঢাকায় অবস্থান করছি।’

ওই সময় কেন্দ্রীয় নেতাদের কাছে কী জবাব দিচ্ছেন তা খোলাসা না করলেও সূত্র বলছে, তারা এ ঘটনার পেছনে তিনটি যুক্তি খাঁড়া করেছেন। প্রধানত তাঁরা ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না, বিএনপির নামে চাঁদা দাবির খবর পেয়েই তারা ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে যাওয়ার পেছনে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের সঙ্গে মীর গ্রুপের আত্মীয়তার সম্পর্ক জোরালোভাবে তুলে ধরছেন তিনজনই। এছাড়া এনামুল হক এনামের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে দলের ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান তাঁকে দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দিয়েছেন। এতে তাঁর বিরোধী পক্ষ অসন্তুষ্ট হয়ে এনামের ইমেজ নষ্ট করতেই মূল ঘটনা বিকৃত করে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক