সেপ্টেম্বর ৭, ২০২৪ ৪:৫৩ অপরাহ্ণ

সিডিএর নতুন চেয়ারম্যান নুরুল করিম।

ওয়াসিম জাফর

এবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছকে সরানো হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন প্রকৌশলী মো. নুরুল করিম। ইউনুছের পাশাপাশি সিডিএর সব সদস্যকেও অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন- এম আশরাফুল আলম, জিয়াউল হক সুমন, মুহাম্মদ আলী শাহ, মো. ফারুক, মুনির উদ্দিন আহমদ, জসিম উদ্দীন শাহ, আশিক ইমরান, জিনাত সোহানা চৌধুরী ও আলী আহমেদ।

সোমবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতিমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ-এর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলপূর্বক প্রকৌশলী মো. নুরুল করিমকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা-৭ অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ (তিন) বছর মেয়াদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

গত ২৪ এপ্রিল আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হলেও মাত্র চার মাস সাত দিনের মাথায় তাঁকে এ পদ থেকে সরিয়ে দেওয়া হলো। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সিডিএ চেয়ারম্যান ইউনুছের পদত্যাগের দাবিও উঠে।
সিডিএর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া প্রকৌশলী মো. নুরুল করিমের বাড়ি চট্টগ্রামে। তিনি জেলার ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের শৈলাকুপা গ্রামের মরহুম প্রফেসর তোফায়েল আহমদের ছেলে। তাঁর বাবা প্রফেসর তোফায়েল আহমদ চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের প্রধান ছিলেন।

নুরুল করিম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে ২০১৫ সালে প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত), বিতরণ প্রকল্প পদে দায়িত্ব পালনকালীন অবসর গ্রহণ করেন। কর্মজীবনে বিভিন্ন পেশাজীবী সংঘটনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য— প্রাক্তন ভাইস চেয়ারম্যান এবং সম্মানি সম্পাদক, আইইবি চট্টগ্রাম কেন্দ্র প্রাক্তন ভাইস চেয়ারম্যান এবং সম্মানি সম্পাদক, পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতি, চট্টগ্রাম। কর্মজীবনে তিনি যুক্তরাজ্য, জার্মানি, মালেশিয়া, থাইল্যান্ড, চীনসহ বিভিন্ন দেশে প্রকৌশল বিষয়ক প্রশিক্ষণ, সেমিনার এবং ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক