মনজুরুল ইসলাম।
চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের রাম দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন আব্দুল মান্নান নামে রাউজানের এক কৃষকদল নেতা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হাটহাজারীর বুড়িশ্চরের ধোপপুল এলাকায় এ ঘটনা ঘটে।
দৈনিক চট্টগ্রামের কন্ঠকে শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্যটি নিশ্চিত করেছেন রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি সভাপতি মো. এমদাদুল হক।
আহত আব্দুল মান্নান রাউজান উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক।
ইউনিয়ন বিএনপি সভাপতি মো. এমদাদুল হক বলেন, ‘বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হাটহাজারী বুড়িশ্চরের ধোপপুল এলাকায় গাড়ি থেকে নেমে হেঁটে বাড়ি যাচ্ছিলেন আব্দুল মান্নান। ওই সময় অতর্কিতভাবে কয়েকজন লোক তাকে রাম দা দিয়ে মাথায় কোপায়। এরপর তারা লাঠিসোটা দিয়ে পেটায় তারা। এ সময় আব্দুল মান্নান মরে গেছে মনে করে চলে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে ক্যাজুয়ালিটিতে চিকিৎসা দেন। বর্তমানে তিনি ২৮ নম্বরে ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।’
ঘটনার ব্যাপারে কোন মামলা দায়ের করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না এখনো মামলা দায়ের করা হয়নি। আগে কিছুটা সুস্থ হোক, এরপর মামলা দায়ের করা হবে।’