অক্টোবর ৫, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ

হঠাৎ উত্তপ্ত রাউজান।

ফাহিম মুনতাকিম।

চট্টগ্রামের রাউজানে হঠাৎ ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় নোয়াপাড়া পথের হাট এলাকায় এ ঘটনা ঘটে। মুহুর্মুহু গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। সড়কে থাকা মানুষ দিক-বেদিক ছুটতে থাকেন। ব্যবসায়ীরা দোকান বন্ধ করে যে যেদিকে পেরেছেন নোয়াপাড়া ত্যাগ করেছেন। ১৫-২০ মিনিটের মধ্যে পুরো জনশূণ্য হয়ে পড়ে নোয়াপাড়া পথের হাট। গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেলেও তার নাম ঠিকানা বা রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা নোয়াপাড়া বসে কথা বলছিলাম। হঠাৎ গোলাগুলির শব্দ পেয়ে আমরা দৌঁড়ে দ্রুত নিরাপদ স্থানে চলে যাই। তবে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা কেউ আঁচ করতে পারেনি।’

nagad
nagad

সূত্র মতে, শনিবার সন্ধ্যায় আট দশজনের একটি দল পথেরহাটে (চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উপর) অবস্থান নিয়ে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এসময় বাজারের আতঙ্কিত ব্যবসায়ীরা হুড়াহুড়ি করে দোকান বন্ধ করে দেয়। কিছুক্ষণের জন্য সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। প্রায় ১৫ থেকে ২০ মিনিট এমনকাণ্ড ঘটিয়ে অস্ত্রধারীরা ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা গেছে।

শনিবার রাত সোয়া ৮টায় রাউজান থানার পরিদর্শক (ওসি তদন্ত) সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা গোলাগুলির ঘটনার তথ্য পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। এখন পথে আছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত পরে জানানো হবে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক