অক্টোবর ৫, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ

টেকনাফের বদি বর্তমানে আছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে

ইমরান নাজির।

বহুল সমালোচিত ইয়াবা ব্যবসার গডফাদার সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে কড়া পুলিশ পাহারায় চট্টগ্রামে নিয়ে আসা হয়। বদিকে নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রাম কারাগারে আনা হয়েছে। তাঁর নামে চট্টগ্রাম আদালতেও মামলা রয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সুমাইয়া খাতুন।

এর আগে ২১ আগস্ট চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকা থেকে টেকনাফের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে কক্সবাজার আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন। ১৮ আগস্ট টেকনাফ পৌরসভার কে কে পাড়া এলাকায় হত্যাচেষ্টার অভিযোগে বদিসহ ২০ জনকে আসামি করে মামলা করেন উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল্লাহ।

টেকনাফ-উখিয়া আসনে আবদুর রহমান বদির পরিবর্তে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন তার স্ত্রী শাহীন আক্তার

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক