অক্টোবর ৫, ২০২৪ ৫:৫৪ অপরাহ্ণ

দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক পদে রদবদল

মিশুক রহমান।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের পদে রদবদল আনা হয়েছে। এছাড়া, একজন উপপরিচালককেও বদলি করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুদকের কার্যালয়ের পৃথক দুটি বদলি আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

আদেশে দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক এস এম আখতার হামিদ ভুঞাকে প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশিক্ষণ ও গবেষণা) পদে বদলি করা হয়েছে। একই আদেশে দুদক প্রধান কার্যালয়ের পরিচালক (NIS এবং UNCAC Focal point) মোহাঃ আবুল হোসেনকে চট্টগ্রামের বিভাগীয় পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

অপর একটি এদেশে দুদক চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ফজলুল বারীকে রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক