অক্টোবর ৫, ২০২৪ ৫:৫২ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকার এর পতনের পর চট্টগ্রাম প্রেসক্লাবে হয়ে ছে আমুল পরিবর্তন। চট্টগ্রামে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের আন্দোলনের ফলস্বরূপ গত ০৬ আগস্ট গঠন করা হয় প্রেস ক্লাব অন্তর্বর্তীকালীন পরিচালনা কমিটি।
অন্তর্বর্তীকালীন কমিটির উদ্যোগে এবং বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার ১২ই সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রবীন সাংবাদিক এবং অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক মাইনুদ্দীন কাদেরী শওকত এর সভাপতিত্বে,
অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব গোলাম মাওলা মুরাদ এই ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

আহবায়ক কমিটির সদস্য আরিয়ার লেলিনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য আবু সুফিয়ান, শিবির আহমেদ ওসমান,৷ কামাল পারবেজ, মোঃ গিয়াস উদ্দিন লিটন, নূর মোহাম্মদ রানা, এডিটরস ক্লাবের অর্থ সম্পাদ মো: জসিম উদ্দিন, মো: শফিকুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে
সভাপতির বক্তব্যে মাইনুদ্দীন কাদেরী শওকত স্বৈরাচারী শেখ হাসিনা কর্তৃক বর্তমান প্রধান উপদেষ্টার প্রতি নির্মম আচরণ ও হয়রানির সমালোচনা করেন। সেই সাথে চট্টগ্রাম প্রেসক্লাব এর পূর্ববর্তী কমিটির আচরণ ও কর্ম কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি বলেন ভবিষ্যতে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে কোন বৈষম্য মূলক আচরণ করা হবে না। প্রেসক্লাব সাংবাদিকদের সকল সমস্যায় এগিয়ে আসবে বলেও তিনি ঘোষণা করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশীষ চন্দ্র নন্দী, আফতাব উদ্দিন, মো: শহীদুল ইসলাম, মো: রফিকুল ইসলাম, এম আর তাওহিদ, এম এ নায়ীম, আজাদ চৌধুরী, নুরুল আফসার,শাহাদাত হোসেন,হাজেরাতোন নেছা প্রমুখ।
সভায় বক্তারা প্রেসক্লাবকে বৈষম্য মুক্ত করে সাংবাদিকদের স্বার্থে প্রেসক্লাবের কার্যক্রম পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক