অক্টোবর ৫, ২০২৪ ৫:৪৭ অপরাহ্ণ

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৪০) নামে জামায়াতে ইসলামীর এক নেতা নিহত হয়েছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পৌরসভাধীন শেখ পাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান।

তিনি বলেন, ‘বাড়ি থেকে সীতাকুণ্ড পৌর সদরে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন আনোয়ার হোসেন।’

কুমিরা হাইওয়ে পুলিশের সার্জেন্ট কর্ণ চক্রবর্তী বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। পরিবারের লোকজন নিহতের মরদেহ বাড়িতে নিয়ে গেছে। দুর্ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক