অক্টোবর ৫, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ

নবজাতক সন্তানকে দেখতে গিয়ে গ্রেফতার হলেন বাবা

ইমরান নাজির।

সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানকে দেখতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন এক বাবা।

চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে নবজাতক কন্যা সন্তানকে দেখতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন জয়নাল উদ্দিন জাহেদ নামে এক ব্যক্তি। তিনি গত ১৬ জুলাই নগরের মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম হত্যা মামলার ৪৬ নম্বর আসামি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে পাঁচলাইশ থানা পুলিশ তাকে গ্রেপ্তার। গ্রেপ্তার জয়নাল উদ্দিন জাহেদ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

গ্রেফতারের বিষয় নিশ্চিত করে নগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ চট্টগ্রামের কন্ঠকে বলেন, ‘আজ সকালে পাঁচলাইশ থানা পুলিশ শিক্ষার্থী ওয়াসিম আকরাম হত্যার ঘটনায় হওয়া মামলার ৪৬ নম্বর আসামি জয়নাল উদ্দিন জাহেদকে গ্রেপ্তার করেছে। যথাযথ আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানো হবে।’

গত ১৬ জুলাই বিকেল ৩টার দিকে নগরের মুরাদপুর এলাকায় আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষে গুলিতে নিহত হন ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ও একই কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। ওয়াসিম কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী শফিউল আলমের ছেলে।

এরপর গত ১৮ আগস্ট রাতে নিহত ওয়াসিমের মা জোসনা আক্তার বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সাবেক শিক্ষামন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান নওফেল, চসিক মেয়র মোহাম্মদ রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুসহ ১০৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক