অক্টোবর ৫, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ

চট্টগ্রাম কলেজ ছাত্রদলের ৫ কর্মী আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছাত্রশিবিরের নেতাকর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ তাদের।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে বলে।

আহত ছাত্রদল কর্মীরা হলেন—সাইফুল করিম আরিয়ান, শরীফুল ইসলাম আবীর,নাঈম ভূইয়া, শোয়াইবুল ইসলাম এবং আশরাফ। তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সংঘর্ষের বিষয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাফরাশ নুরী সিজ্জি বলেন, ‘আমাদের কলেজের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশরাফ উদ্দিনকে ছাত্রদল সন্দেহে শিবিরের নেতা পরিচয়ে কয়েকজন এসে মারধর করে এবং ক্যাম্পাস থেকে বের করে দেয়। পরে আমরা মুঠোফোনে অধ্যক্ষকে বিষয়টি জানাই। তিনি আমাদের লিখিত অভিযোগ করার পরামর্শ দেন। আমরা লিখিত অভিযোগ দিয়ে ফেরার পথে আবারও এক থেকে দেড়শ শিবিরের ছেলে আমাদের ওপর অস্ত্রশস্ত্রসহ অতর্কিত হামলা করে।’

হামলাকারীদের চিনতে পেরেছেন কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাদের প্রায় প্রত্যেকের হাতে লাঠি এবং রামদা ছিল। আমাদের লক্ষ্য করে ওইসময় দুইটি ককটেলও বিস্ফোরণ করে শিবিরের নেতাকর্মীরা। তাদের চেহারা চিনি। তবে কারো নাম জানা নেই। তারা সবসময় লুকিয়ে লুকিয়ে কার্যক্রম চালায়। তাদের কোনো কমিটি আছে কিনা তাও কেউ জানে না। আমরা এখনো হাসপাতালে। তাই আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ হয়নি।’

চট্টগ্রামের কন্ঠ এর পক্ষ হতে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম কলেজ শাখা কমিটি এখনো প্রকাশ্যে না আসায় অভিযোগের বিষয়ে জানতে সংগঠনটির কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল কবিরের মুঠোফোনে একাধিক কল করা হলেও তিনি সাড়া দেননি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক