অক্টোবর ৫, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ

চট্টগ্রাম কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি তুলল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা

ইমরান নাজির।

চট্টগ্রাম কলেজে ছাত্র রাজনীতি বন্ধ, হল সংস্কারসহ পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা বিগত সরকারের মদদপুষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন।

আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম কলেজ’র ব্যানারে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিকেরও বেশি শিক্ষার্থী যোগ দেন।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিগুলো হলো—ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ, শহিদ ওয়াসিমের নামে কলেজের বিশেষ কোন স্থাপনার নামকরণ, হল সংস্কার, আওয়ামী সরকারের অপকর্মে জড়িত শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও কলেজে বিভিন্ন সময় নির্যাতিত শিক্ষার্থীদের উপযুক্ত ক্ষতি প্রদান।

বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, জুলাই বিপ্লবের মূল হাতিয়ার নয় দফার অন্যতম দাবি ছিলো ছাত্ররাজনীতি বন্ধ করা। এই নীতি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকে সুরক্ষিত রাখতে অপরিহার্য। আমরা চট্টগ্রাম কলেজের সাধারণ শিক্ষার্থীরা, ছাত্রদের অধিকার সংরক্ষণে ছাত্রসংসদভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি। দলীয় রাজনীতির অপব্যবহার ও সহিংসতা আমাদের শিক্ষার পরিবেশ নষ্ট করেছে। যেখানে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ উপেক্ষিত হয়েছে। আমরা বিশ্বাস করি, ছাত্রসংসদ হবে একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম, যেখানে দলীয় রাজনীতির প্রভাব ছাড়াই শিক্ষার্থীরা নিজেদের অধিকার ও সমস্যার সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবে।

তারা কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কলেজ কর্তৃপক্ষের কাছে আমাদের জোর দাবি যেন আমাদের নিরাপত্তা নিশ্চিত করে এবং ছাত্র রাজনীতি বন্ধের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করে। আমাদের স্বার্থবাদী চিন্তা ও কর্মের কারণে যেন ফ্যাসিবাদ ফিরে না আসে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক