মুফাসসাল হোসেন।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পটিয়ার আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা।
আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে শুরু করে থানার মোড় হয়ে পোস্ট অফিস পর্যন্ত সড়কে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে ডাক বাংলা মোড়ে এসে সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক-শিক্ষার্থীরা।
সিনিয়র মুহাদ্দিস মাওলানা কাজী আখতার হুসাইন আনোয়ারী, ছাত্র প্রতিনিধি কাসেম আল নাহিয়ান, ইসামুদ্দিন মাহমুদ, শরিফুল ইসলাম, মাহফুজুর রহমান নাহিন শিকদার, আব্দুল্লাহ নোমানি, রিয়াদ হুসাইন, মুহাম্মাদ বিন নূর, আম্মার এতে বক্তব্য রাখেন।
মাওলানা কাজী আখতার হুসাইন আনোয়ারী বলেন, ‘ইসলামে ধর্ম ও নবীকে অবমাননার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। ভারতে আগেও অনেকে আমাদের প্রাণের নবীকে নিয়ে কটূক্তি ও অবমাননা করেছে। গত কয়েকদিন আগে ভারতীয় পুরোহিত কর্তৃক আমাদের নবীকে অবমাননা করে বক্তব্য রেখেছন। আমরা এরজন্য সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’
আসাদ নূরসহ দেশে থাকা নবী অবমাননাকারীদের শাস্তির দাবি জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ‘কুখ্যাত আসাদ নূর সহ বাংলাদেশে যারা নিয়মিত নবী অবমাননা করে যাচ্ছে তাদেরকে খুঁজে বের করে দ্রুত সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় তৌহিদি জনতা ফুঁসে উঠবে।’