অক্টোবর ৫, ২০২৪ ৫:৫৩ অপরাহ্ণ

পারকি সমুদ্র সৈকতে পাওয়া র‍্যাবের নকল ইউনিফর্ম

চট্টগ্রামের আনোয়ারা পারকি সমুদ্র সৈকত থেকে র‌্যাবের নকল ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) সমুদ্র সৈকতের দক্ষিণ পাশে একটি ব্যাগে এসব নকল ইউনিফর্ম পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে একটি ব্যাগে র‍‍্যাবের এসব ইউনিফর্ম দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে এগুলো নিয়ে যায়। দুষ্কৃতকারীরা অসৎ উদ্দেশ্যে এগুলো ব্যবহার করার জন্য এনেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সাঈদ রানা বলেন, ‘খবর পেয়ে এসব র‍‍্যাবের নকল ইউনিফর্ম উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে ৭টি শার্ট, ৭টি প্যান্ট ও ৩ জোড়া জুতা ছিল। কোনো দোকানে এসব ইউনিফর্ম তৈরি হয়েছে বলে ধারণা করেন তিনি’।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক