সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৪:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামে আন্তর্জাতিক হেলথ এক্সপো আগামীকাল শুরু হচ্ছে

‘আপনার সুস্থতা, আমাদের উদ্যোগ আপনাদের উপস্থিতি আমাদের সার্থকতা’ স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে দুদিনব্যাপী ‘হেলথ অ্যান্ড ওয়েলনেস এক্সপো-২০২২’। নগরীর রেডিসন ব্লু হোটেলের মেজবান হলে আগামী ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় এ হেলথ এক্সপোর উদ্বোধন হবে। চলবে ১৬ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্য বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, কলকাতা, মাটি-টা ওয়েলনেস এন্ড হসপিটালিটি এবং অ্যাপোলো হসপিটাল গ্রুপ যৌথভাবে এ এক্সপোর আয়োজক। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সুপরিচিত স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠানগুলো অংশ নেবে এক্সপোতে। গত সোমবার আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাটি-টা লিমিটেডের চেয়ারম্যান ডা. মুনাল মাহবুব। এ সময় দ্য বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এসিসটেন্ট ডাইরেক্টর জেনারেল অঙ্গনা গুহ রায় চৌধুরী ও মাটি-টা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসনিম মাহমুদ উপস্থিত ছিলেন। এছাড়া কলকাতা থেকে অ্যাপোলো হসপিটাল গ্রুপের সিইও রানা দাশ গুপ্ত ভার্চুয়ালি যুক্ত হয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এঙপোতে বাংলাদেশ, ভারত ও মালয়েশিয়ার শীর্ষ স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠানগুলো অংশ নেবে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে যৌথ ট্রেনিং প্রোগ্রাম, রিসোর্স শেয়ারিং প্রোগ্রাম, নব্য চিকিৎসা-সেবার পরিচিতি, বিনামূল্যে স্বাস্থ্য সেবা পরামর্শ, দেশ-বিদেশের প্রখ্যাত বিশেষজ্ঞদের অংশগ্রহণে স্বাস্থ্যবিষয়ক টকশোর পাশাপাশি চিকিৎসা সেবার বিভিন্ন তথ্যের সমাহার থাকছে এই হেলথ এক্সপোতে। এক্সপোতে দেশিয় প্রতিষ্ঠানের মধ্যে মাটি-টা ওয়েলনেস এন্ড হসপিটালিটি, জিডি এসিস্ট, নগদ, ডিএমএফআর, বায়ো-জিন, এপিক হেলথ কেয়ার, মা ও শিশু হসপিটাল এবং সার্জিস্কোপ হসপিটাল অংশ নিচ্ছে। আর ভারতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাপোলে হসপিটাল গ্রুপ, আমরি হসপিটালস, অনুভব লিমিটেড, কলকাতা হার্ট ক্লিনিক এন্ড হসপিটাল, ফর্টিস হসপিটাল, জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, জেনেসিস হসপিটাল, জিনোম-দ্যা ফার্টিলিটি সেন্টার, হার্মস ভয়াজেস লিমিটেড, আইসিএটিটি এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিসেস, আইকিউ সিটি মেডিকেল কলেজ এন্ড হসপিটালস, মেডিকা গ্রুপ অব হসপিটাল, সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউট, সেভেন বোটস ইনফো সিস্টেম এবং সোলেয়ার ইনিশিয়েটিভ লিমিটেড এই এক্সপোতে অংশ নিচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক