নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রামের রাউজানের ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ’ এর দুই নেতাকে নগরের পাঁচলাইশ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম মো. সালাউদ্দিন (৩২) ও নুরুল আজিম (৩৩)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে নগরের পাঁচলাইশ থানার শোলকবহর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সালাউদ্দিন ‘নিষিদ্ধ ছাত্র সংগঠন’ ছাত্রলীগের রাউজান উপজেলা (দক্ষিণ) এর সাধারণ সম্পাদক ও দেওয়ানপুর ইউনিয়নের প্রয়াত আবদুল কুদ্দুসের ছেলে। আর নুরুল আজিম রাউজান উপজেলার একই সংগঠনের সহ-সভাপতি। তিনিও ওই এলাকার নুরুল হকের ছেলে।
তাদের গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক মো. আলমগীর। তিনি জানান, বিশেষ অভিযানে গ্রেপ্তারপূর্বক আদালতের মাধমে কারাগারে প্রেরণ করা হয়েছে।