ডিসেম্বর ৪, ২০২৪ ৬:০৪ পূর্বাহ্ণ

নিষিদ্ধ ছাত্রলীগের দুই রাউজানের নেতা চট্টগ্রামের পাঁচলাইছে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রামের রাউজানের ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ’ এর দুই নেতাকে নগরের পাঁচলাইশ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম মো. সালাউদ্দিন (৩২) ও নুরুল আজিম (৩৩)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে নগরের পাঁচলাইশ থানার শোলকবহর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সালাউদ্দিন ‘নিষিদ্ধ ছাত্র সংগঠন’ ছাত্রলীগের রাউজান উপজেলা (দক্ষিণ) এর সাধারণ সম্পাদক ও দেওয়ানপুর ইউনিয়নের প্রয়াত আবদুল কুদ্দুসের ছেলে। আর নুরুল আজিম রাউজান উপজেলার একই সংগঠনের সহ-সভাপতি। তিনিও ওই এলাকার নুরুল হকের ছেলে।

তাদের গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক মো. আলমগীর। তিনি জানান, বিশেষ অভিযানে গ্রেপ্তারপূর্বক আদালতের মাধমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক