ডিসেম্বর ৪, ২০২৪ ৫:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ম্যানেজারকেই শামুখ্ খাওয়ালেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলে নিম্নমানের খাবার পরিবেশন করায় সেই খাবার ম্যানেজারকেই খেতে বাধ্য করেছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। শনিবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের ডাইনিংয়ে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ডাইনিংয়ের খাবারে শামুক, শাকের ভিতরে শাক বাদে শুধু পানি পাওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ সময় ওই খাবার ম্যানেজারকে খেতে বাধ্য করেন তারা। পরে কিছু সময়ের জন্য ম্যানেজারকে ডাইনিংয়ে তালাবদ্ধ করে রেখে প্রক্টরকে খবর দেওয়া হয়।

শাহ আমানত হলের আবাসিক শিক্ষার্থী জাহিদ সজল জানান, দুপুরের খাবারেও শাক ভালো করে সেদ্ধ করা হয়নি। তরকারির আলুও শক্ত ছিল। দীর্ঘদিন ধরেই হলে খাবার নিয়ে এসব সমস্যা চলছে।

পরবর্তীতে প্রক্টরিয়াল বডি, হল প্রভোস্ট ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ বিষয়ের সুরাহা হয়। এ সময় হলের খাবারের মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা আলোচনা সভা করেন।

এ বিষয়ে ডাইনিংয়ের ম্যানেজার মান্নানের সঙ্গে কথা বলতে চাইলে তিনি ও তার কর্মচারীদের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ তোলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক