ইমরান নাজির।
Cvoice24.com
প্রচ্ছদচট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ)
হালিশহরে ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
সিভয়েস২৪ প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৪, ৪ নভেম্বর ২০২৪
হালিশহরে ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রাম নগরের মধ্যম হালিশহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চার প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার (৪ নভেম্বর) সহকারী পরিচালক নাসরিন আক্তার, মো. আনিছুর রহমান ও রানা দেবনাথের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরের মধ্যম হালিশহরে নিউ মডেল ফুড নামে এক বেকারি প্রস্তুতকারক প্রতিষ্ঠানে পাউরুটির মধ্যে ফাঙ্গাস থাকার পরেও নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে বিক্রির করার অপরাধে ৪০ হাজার টাকা, খান মেডিকেল হল নামে এক ফার্মেসিতে অধিক মূল্য ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ১০ হাজার টাকা, ক্যাফে আম্মাজান নামে এক রেস্তোরাঁয় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরিসহ মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণের অপরাধে ৮ হাজার টাকা এবং স্বপ্ন নীল স্টোর নামে এক বিক্রয় প্রতিষ্ঠানে মূল্যতালিকা না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।