ডিসেম্বর ৪, ২০২৪ ৬:৫৫ পূর্বাহ্ণ

পদত্যাগ করেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি মোস্তফা খায়ের

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. মোস্তফা খায়ের পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ২০০৬ সাল থেকে ব্যাংকটিতে কর্মরত এই জ্যেষ্ঠ কর্মকর্তা। পদত্যাগের পর ব্যাংকটির কর্মীদের উদ্দেশে লেখা চিঠিতে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এফএসআইবির চেয়ারম্যান ছিলেন বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী সরকারের পতনের পর ব্যাংকটির পরিচালনা পর্ষদকে এস আলম গ্রুপের হাত থেকে মুক্ত করে বাংলাদেশ ব্যাংক। তবে তার আগেই ব্যাংকের অর্ধেকের বেশি টাকা এস আলম বিভিন্ন নামে বের করে নিয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংককে জানিয়েছে ব্যাংকটি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক