ডিসেম্বর ৪, ২০২৪ ৬:৫৬ পূর্বাহ্ণ

মাওলানা সাদ তওবা না করলে বাংলাদেশে আসতে দেওয়া হবে না বললেন জুনায়েদ বাবুনগরী

যতদিন মাওলানা সাদ তার গোমরাহী বক্তব্য থেকে তওবা না করবেন, ততদিন তাকে বাংলাদেশে আসতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা-মাশায়েখ বাংলাদেশের আয়োজনে ইসলামী মহাসম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সম্মেলনে আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজত নেতা মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

nagad
nagad

দাওয়াত ও তাবলীগ, মাদারেসে ক্বওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখদের আহ্বানে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ওই ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৮ টায় সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমাদ কাসেমী। শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারীর কালামুল্লাহ তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কর্যক্রম শুরু হয়। এ সময় স্বাগত বক্তব্য রাখেন মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক।

লিখিত বক্তব্যে আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘দাওয়াত ও তাবলিগের মেহনত উম্মতে মুহাম্মদীর ওপর আল্লাহ প্রদত্ত দায়িত্ব। ওলামায়ে কেরামের দাওয়াতের মাধ্যমেই আজ পুরো বিশ্বের প্রতিটি প্রান্তে কুরআন ও সুন্নাহর সহীহ বাণী পৌঁছেছে। আলোকিত হয়েছে সারা বিশ্ব। দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে খালেকের সাথে মাখলুকের তায়াল্লুক সৃষ্টি করে দেয়া। আত্মভোলা মানবজাতিকে সঠিক পথের দিশা দেয়া। এই দায়িত্ব আমার আপনার এবং উম্মতে মুহাম্মদী সকলের। এই দায়িত্ব পালনের জন্যই মাওলানা ইলিয়াস রহ. তাবলীগের কাজ শুরু করেছেন।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক