ডিসেম্বর ৪, ২০২৪ ৬:১১ পূর্বাহ্ণ

কক্সবাজারে একসাথে ১৯ জন ইউপি সদস্য আটক

রহিম উল্লাহ উপল, কক্সবাজার প্রতিনিধি।

পর্যটন শহর কক্সবাজারে আবাসিক হোটেল থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদের ১৯ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) রাতে ইউনি রিসোর্ট নামে এক আবাসিক হোটেলের সম্মেলন কক্ষ থেকে তাদের আটক করা হয়।
জেলার ৯টি উপজেলার ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় অংশ নিয়েছিলেন তারা। সভায় ৭০ জন ইউপি সদস্য ছিলেন। এর এক পর্যায়ে পুলিশ উপস্থিত হয়ে সভাটি পণ্ড করে দেয়া হয়।

চট্টগ্রামের কন্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান। তিনি জানান, আওয়ামীপন্থী ইউপি সদস্যরা ইউনি রিসোর্টে গোপন বৈঠক করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৯ জনকে আটক করা হয়েছে। বৈঠকে উপস্থিত অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের আটক করা হবে। তবে যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে— জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত এই কর্মকর্তা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক