ইমরান নাজির।
দুর্নীতির মামলায় আসামি হয়ে সাময়িক বরখাস্ত হয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এক কর্মকর্তা। মোহাম্মদ হাসান নামে ওই কর্মকর্তা অথরাইজড অফিসার-১ পদে কর্মরত।
সোমবার (১১ নভেম্বর) সিডিএ সচিব রবীন্দ্র চাকমা তাঁকে সাময়িক বরখাস্ত করে অফিস আদেশ জারি করেন।
আদেশে উল্লেখ করা হয়, মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত, চট্টগ্রাম কর্তৃক দায়েরকৃত বিশেষ মামলা নং- ৪০/২০১২, ৪১/২০১২ ও ৪৩/২০১২ চলমান থাকায় চউক কর্মচারী চাকুরী প্রবিধানমালা ১৯৯০ এর ৪০(ঙ) ধারা মোতাবেক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।এই আদেশ কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা হয়েছে। এবং তা অবিলম্বে কার্যকর করা হবে বলেও লেখা আছে।’
সাময়িক বরখাস্তের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন সিডিএ সচিব রবীন্দ্র চাকমা। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।