ওয়াহিদ শরিফ।
চাঁদাবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ পাওয়া চট্টগ্রামের রাউজান উপজেলা বিএনপির তিন নেতাকে আগামী তিন মাসের জন্য পদ স্থগিতের নির্দেশ দিয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটি। গতকাল সোমবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে রাউজানের অভিযুক্ত তিন নেতার পদ স্থগিতের সিদ্ধান্তের কথা জানায় কেন্দ্রীয় বিএনপি।
দলীয় পদে স্থগিতাদেশ পাওয়া তিন বিএনপি নেতা হলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হুদা, যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ ও প্রাথমিক সদস্য সামির কাদের চৌধুরী।