রহিম উল্লাহ উপল
চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে উপদেষ্টা পদ থেকে না সরালে রাজপথে নামার হুমকি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। আজ বুধবার বিকেলে কক্সবাজারের চকরিয়ায় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি। ইসলামী আন্দোলন চকরিয়া উপজেলা শাখা পৌরসভার থানা রাস্তার মাথা এলাকায় এই জনসভার আয়োজন করে।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্ররা যখন ন্যায় দাবির পক্ষে মাঠে আওয়াজ তুলেছে তখন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ব্যানার নিয়ে রাজপথে নামার সাহস করেনি। একমাত্র আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝুঁকি নিয়ে, রাজপথে খুনির বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে, টাকা পাচারকারীদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম। ওদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়েছি। এত জান, এত রক্ত, এত মায়ের বুক খালি হলো। এখনো মায়েদের কান্না বন্ধ হয় নাই। এখনো মুগ্ধর সেই পানি পানি শব্দ বন্ধ হয় নাই। কিন্তু এই লাশের ওপর দাঁড়িয়ে, এই রক্তের ওপর দাঁড়িয়ে যাঁরা অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন তাঁরা আমাদের সঙ্গে, জনগণের সঙ্গে প্রতারণা করছেন, ধোঁকাবাজি করছেন—এটা সহ্য করা হবে না।’