ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে আওয়ামী সমর্থিত শিক্ষকরা থাকায় এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
গতকাল বুধবার রাত ৯ টায় সিন্ডিকেট মিটিং চলাকালীন শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে যেয়ে এর প্রতিবাদ করেন। এসময় শিক্ষার্থীরা আওয়ামী সিন্ডিকেট, ভেঙে দাও গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দিতে থাকেন।