ডিসেম্বর ৪, ২০২৪ ৬:০৩ পূর্বাহ্ণ

লোহাগাডায় ইউপি সদস্যকে গ্রেফতার

মোঃ শাহাদাত হোসাইন।

চট্টগ্রামের লোহাগাড়ায় জিয়াবুল হোসেন নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিয়াজ পণ্ডিত পাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ জানিয়েছে, গত ২ আগস্ট লোহাগাড়ার আমিরাবাদ রাজঘাটা থেকে বটতলি স্টেশনে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ১৬৮ জনকে আসামি করে থানায় মামলা করেন মোহাম্মদ শাহজাহান নামের এক যুবক। ওই মামলার ৮২ নম্বর আসামি। এছাড়া তিনি উপজেলা যুবলীগের রাজনীতির সাথে জড়িত।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার আব্দুল মোমেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য জিয়াবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরনের মামলার আসামি। রবিরার সকালে আদালতে পাঠানো হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক