ডিসেম্বর ৪, ২০২৪ ৭:০৪ পূর্বাহ্ণ

পটিয়ায় পারিবারিক বিরোধের জেরে যুবককে হত্যা

ইমতিয়াজ আহমেদ

পারিবারিক বিষয় নিয়ে ঘটনার জের ধরে ছুরিকাঘাতে মো. রাশেদ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আপন চাচা জালাল উদ্দিনকে খুঁজছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) রাত এগারোটার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল ওই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে। তিনি পোশায় একজন সিএনজি অটোরিকশাচালক। তার দেড় বছর ও ৪ মাস বয়সী দুটি ছেলে রয়েছে।

নিহত রাসেলের চাচা নাছির মিয়া বলেন, ‘ছোট বেলায় রাসেলের বাবা মারা যাওয়ার পর তার মা অন্যত্র বিয়ে করেন। দাদা-দাদি তাকে লালন পালন করে বড় করেন। আমার বড় ভাই জালাল উদ্দিন চট্টগ্রামে ভাড়া বাসায় থাকেন। রাতে তিনি গ্রামের বাড়িতে এসে ঘরে ঢুকে দেখতে পান তার একটি তোশক ভাতিজা ব্যবহার করছে। এ নিয়ে কথাবার্তার এক পর্যায়ে ক্ষিপ্ত চাচা জালাল ধারালো ছুরি দিয়ে রাসেলের গলায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আমি তাকে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে রাসেলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লিটন চৌধুরী বলেন, ‘রাত ১১টার পর গলার ডান পাশে জবাই করা অবস্থায় রাসেল নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।’

খুনের বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ‘ঘাতক চাচা জালাল উদ্দিনকে আটকের জন্য অভিযান চলছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক