ডিসেম্বর ৪, ২০২৪ ৭:০৭ পূর্বাহ্ণ

নাফ নদীতে মিলল অপহৃত জেলের মরদেহ

রহিম উল্লাহ উপল।

কক্সবাজারের উখিয়া উপজেলার নাফ নদীর সীমান্ত থেকে ছৈয়দুল বশর (১৯) নামে অপহৃত এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) উপজেলার আঞ্জুমান পাড়া সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ছৈয়দুল বশর উখিয়া পালংখালী ইউনিয়নের আঞ্জুম পাড়া এলাকার মো. হোসেনের ছেলে।

এর আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় মাছ ধরার সময় পাঁচ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।

তাদের চারজন হলেন— আঞ্জুমান পাড়া গ্রামের বাসিন্দা মনজুর আলমের ছেলে মোহাম্মদ ইউছুপ (২০), নুর মোহাম্মদের ছেলে লুৎফুর রহমান (১৯), জিয়াবুল হকের ছেলে সাইফুল ইসলাম (১৮) ও মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে ইউছুফ জালাল (১৯)।

মরদেহ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন। তিনি জানান, উখিয়ার নাফ নদীর সীমান্ত এলাকা থেকে অপহৃত পাঁচ জেলের মধ্যে ছৈয়দুল বশর (১৯) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা মরদেহটি ছৈয়দুল বশরের বলে শনাক্ত করার পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক