ডিসেম্বর ৪, ২০২৪ ৪:৫৩ পূর্বাহ্ণ

শৃঙ্খলা ফিরল পতেঙ্গা বিচে

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতের শৃঙ্খলা ফেরাতে বিচ ম্যানেজমেন্ট কমিটির মহাপরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়েছে। প্রথম ধাপে ৩১টি দোকান স্থানান্তর করা হয়েছে।

রবিবার সকাল ১০টা থেকে স্থানান্তর কার্যক্রম শুরু হয়। কার্যক্রম তদারকি করেন পতেঙ্গা সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক।

nagad
nagad

তিনি সিভয়েস২৪’কে বলেন, ‘বিচ ম্যানেজমেন্ট কমিটির মহাপরিকল্পনার অংশ হিসেবেই প্রথম পর্যায়ে ৩১টি দোকান সমুদ্রের সাইড থেকে কান্ট্রি সাইডে স্থানান্তর করা হয়েছে। ধাপে ধাপে পুরো সমুদ্র সৈকত এলাকা বিচ ম্যানেজমেন্ট কমিটির কর্মপরিকল্পনা অনুযায়ী সাজানো হবে। আজকে শুধু স্থানান্তর শুরু হয়েছে।’

এর আগে জেলা বিচ ম্যানেজমেন্ট কমিটি সিদ্ধান্ত নেয়, ‘সমুদ্র অংশে যে দোকানগুলো রয়েছে সেগুলো কান্ট্রি সাইডে শিফট করা হবে। প্রত্যেকটি দোকানের জন্য একটি নির্দিষ্ট পরিমাপ হবে এবং নির্দিষ্ট ডিজাইনে একই রকম দোকান করা হবে। পরিবেশগত দিক বিবেচনা করে দোকান করা; যেন ঝড়-বৃষ্টি ও বাতাসে ঠিক থাকে।’

এছাড়া বিচ ম্যানেজমেন্ট কমিটি দ্রুত সময়ের মধ্যে বিচের পরিচ্ছন্নতাকর্মী নিয়োগসহ আরও উন্নয়ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক