ডিসেম্বর ৪, ২০২৪ ৬:৪৪ পূর্বাহ্ণ

গভীর রাতেও ছুটছেন চসিক মেয়র শাহাদাত

ওয়াসিম জাফর।

বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন এখন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র। তবে তিনি দায়িত্ব নিয়েই জানিয়ে দিয়েছিলেন— ‘নগর পিতা নয়, নগরের সেবক হতে এসেছেন।’ তাই মেয়রের চেয়ারে বসার ৬ দিনের মাথায় পরিচ্ছন্নতা কার্যক্রমে গিয়ে ঘোষণা দেন পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে রাতে। আর ঘোষণা দিয়েই থেমে থাকেননি তিনি। তাঁর ‘আদেশ’ পালন যথাযথভাবে হচ্ছে কিনা সেটি দেখতে গভীর রাতে মাঠে নামলেন মেয়র।

রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে বিভিন্ন ওয়ার্ড এবং আরেফিন নগরের বর্জ্যাগার পরিদর্শন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। আর এই গভীর রাতে তাঁর সঙ্গী ছিলেন প্রধান পরিছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা।

মেয়র বলেন, ‘নগরবাসীর সুবিধার্থে পরিচ্ছন্ন কার্যক্রম রাতে পরিচালিত হচ্ছে। সেটি আদৌ হচ্ছে কি না; নাকি কর্মীরা ফাঁকি দিচ্ছে তা দেখতে পরিদর্শন করবো। কেউ দায়িত্ব পালনে ফাঁকি দিলে বা ব্যর্থ হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বর্জ্যাগারগুলোর বর্তমান সক্ষমতা যাচাই করেন। ভবিষ্যতে বিজ্ঞানভিত্তিক পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনার বিষয়ে পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মতামত নেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক