চট্টগ্রাম নগর যুবলীগ নেতা দিদারুল আলম দিদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে প্রবর্তক মোড় এলাকা থেকে পাঁচলাইশ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে ওই এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে ঝটিকা মিছিল বের হয়। ওই মিছিলের পর পরই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
দিদারুল আলম দিদার চট্টগ্রাম ক্রীড়া সংস্থার সাবেক সদস্য। ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন কমিটির শীর্ষ পদেও ছিলেন তিনি।
কোটা সংস্কার আন্দোলনে নগরের দুই নম্বর গেটে নিহত ফার্নিচার দোকানের কর্মচারী ফারুক হত্যা মামলা এবং বিস্ফোরক আইনের দুটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করে এ দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছেন।