ডিসেম্বর ৪, ২০২৪ ৬:৫৭ পূর্বাহ্ণ

আনোয়ারায় মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

আমিনুল ইসলাম।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম শোলকাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের বাসায় তল্লাশি চালিয়ে ১২৪ লিটার মদ, নগদ ৩০ হাজার টাকা ও একটি রামদা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মো. জমির হোসেন (৪৮), সালমা বেগম (৪৫), ও মর্জিনা আক্তার (৩৪)। তারা সবাই বারখাইন পশ্চিম শোলকাটা গ্রামের বাসিন্দা।

সেনাবাহিনী সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় বাংলা মদ বিক্রি করে আসছে-স্থানীয়দের এমন তথ্যের ভিত্তিতে উপজেলার বারখাইন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম শোলকাটা এলাকার এক বাসায় অভিযান চালিয়ে দুই নারীসহ তিন মাদককারবারিকে আটক করা হয়। এ সময় তাদের বাসা তল্লাশি করে দেশীয় তৈরি ১২৪ লিটার মদ, নগদ ৩০ হাজার টাকা ও একটি রামদা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ তাদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।

চট্টলার কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, সোমবার রাতে সেনাবাহিনী ৩ মাদককারবারিকে আটকের পর থানায় হস্তান্তর করে। পরবর্তী মামলা রুজুর পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক